তারকাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে রিং আইডি লাইভ। তারকা ক্রিকেটার তাসকিন, তামিম, মুশফিক, মাশরাফির পর এবার রিং আইডি লাইভে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় রিং আইডি লাইভে ভক্তদের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আড্ডা দেবেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা।
সাকিব নিজেই এক ভিডিও বার্তায় তার রিং আইডি লাইভে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ''হাই ভিউয়ার, আমি আপনাদের সাকিব আল হাসান, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমার ফ্যানদের সাথে একটা জম্পেশ আড্ডা দেব। আর তাই আমি আসছি রিং আইডি লাইভে। যেখানে আমি আমার ফ্যানদের সাথে জমিয়ে আড্ডা দেব। আর করব লাইভ ভিডিও কল। সো ঝটপট রিং আইডি ডাউনলোড করে ফেলুন। গুগল প্লে অর অ্যাপ স্টোর থেকে। আর আমাকে ফলো করুন, ২০২০ ৭৫৭৫ এ। ওয়েট টু সি উই অল, অ্যাট রিং আইডি। দেখা হচ্ছে রিং আইডি লাইভে।''
রিং আইডি লাইভে সাকিবের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন দর্শকরা। সাকিবও তার অগনিত ভক্তদের সকল প্রশ্নের জবাব দেবেন। আর বিশ্বসেরা অলরাউন্ডারের কাঙ্খিত সেই ভিডিও কল পাওয়ার দুর্লভ সুযোগতো থাকছেই।
সেলিব্রেটি ক্রিকেটারদের মধ্যে সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব। আন্তর্জাতিক অঙ্গণেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান সবার শীর্ষে অবস্থান করছেন। ২০০৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৭৭টি ওয়ানডে খেলেছেন, করেছেন ৪৯৮৩ রান। রয়েছে ৭টি শতক আর ৩৪টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট।
এছাড়া সাদা পোশাকে ৪৯ টেস্টে ৩৪৭৯ রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ১৭৬ উইকেট। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটেও বেশ দাপুটে এই অলরাউন্ডার। ৫৯ টি-টোয়েন্টি খেলে করেছেন ১২০৮ রান আর উইকেট সংখ্যা ৭০টি।
দেশের হয়ে অধিনায়ত্বও করেছেন। হয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। ২০১১ সাল থেকে মোট ছয় সিজন আইপিএলে খেলছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে, দলকে জিতিয়েছেন শিরোপাও। খেলেছেন ক্যারিবিয়ান লিগ সিপিএল। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলতে যাকে বোঝায় তিনি সাকিব আল হাসান।
এবার তার ভক্তদের সেই বিশ্বখ্যাত ক্রিকেটারের কাছাকাছি আসার সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডি।
এদিকে সাকিবের পর ২৫ আগস্ট রাত ১০টায় আবারও রিং আইডি লাইভে আসবেন স্পিড স্টার তাসকিন আহমেদ।
প্রসঙ্গত, বিশ্বমানের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডি। যেখানে ব্যবহারকারীরা সামাজিক মাধ্যমের সকল সুবিধা পাচ্ছেন একটি মাত্র প্লাটফর্মেই। রয়েছে ফ্রি কল, ফ্রি ম্যাসেজ, ফ্রি ভিডিও কল, সিক্রেট চ্যাট, স্টিকার এবং নিউজ ফিড। এছাড়াও ছবি আপলোড, লাইক, কমেন্ট ও শেয়ারতো আছেই।
একই সঙ্গে লাইভ চ্যাট, নিউজ পোর্টাল, আকর্ষণীয় মিডিয়া ক্লাউড, চ্যানেলসহ সামাজিক মাধ্যমের সব সুযোগ সুবিধা রয়েছে এ সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপে।
তারকাদের সঙ্গে সরাসরি লাইভে আড্ডা দিতে হলে আপনাকে রিং আইডিতে অ্যাকাউন্ট করতে হবে। গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে রিং আইডি অ্যাপটি ডাউনলোড করা যাবে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এখন রিং আইডি লাইভে
Reviewed by Unknown
on
আগস্ট ১৭, ২০১৭
Rating: 5
কোন মন্তব্য নেই