Tritiyo Limited

height="90"

Breaking News

বন্যা কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন




অরণ্য ইমতিয়াজ : আমি মাত্রই বেশ কিছু মানুষকে একটি ইভেন্টে ইনভাইট করলাম। ইভেন্টের মাধ্যমে বাংলাদেশে এমন সব জালিয়াতি হয়েছে এবং হয় যে সত্যি কথা বলতে যার ফলে ইভেন্টের প্রতি আস্থা বলতে গেলে উঠে গেছে মানুষের মন থেকে। তবুও আমি আজ ইনভাইট করলাম আপনাদের। আশা করি যাদের ইনভাইট করেছি এবং যারা এই পোষ্ট পড়বেন তারা তাদের সাধ্যানুযায়ী এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবেন। দয়া করে ইভেন্টের ফোন নাম্বারে যোগাযোগ করুন বা অতি প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই খুব দ্রুত।
অরণ্য ইমতিয়াজ 
Call: +8801989808788

কোন মন্তব্য নেই