Tritiyo Limited

height="90"

Breaking News

একটি কলম





একটি কলম দেবে আমায়  ?
যে কলমের কালি কখনো শেষ হয় না । 
যে কলমে এই বাংলার নোংরা আলো বাতাসকে
চিত্রায়ন করতে পারি,

একটি কলম দাও না আমায়  !!!
আমার হৃদয়টা যে জ্বলছে ,
হৃদয়ের ক্ষতবিক্ষত কলঙ্ক
মুছে ফেলতে চাই ,
উদ্দীপ্ত সূর্যের তৃষ্ণার্ত আলোর অপেক্ষা নয়,
কলমের কালিতে সৃষ্টি করতে চাই আর একটি
পৃথিবীর,

যত নোংরা দুর্গন্ধ বজ্রপাত ধ্বংস বাতাসের নগ্নতা
সেই কলমের ছোট্ট বলে বন্দী করতে চাই । 
কেনো এত চতুর গোমড়া  
প্রতি ক্ষাতে স্বার্থের চামড়া । 

আমি ঐ আসমান জমিন অসহ্য চিৎকারে
পবিত্র করতে চাই। 
আমার বুকের অষ্ট হাড় পাথরে ঘষে ছুঁচ বানিয়ে
সমস্ত দেহের পচা গন্ধ রগে তিক্ততার কাঁটা গুলো
সেলাই করতে চাই । 

একফোঁটা কালিতে সুখের বীর্য স্তব্ধ হয়ে যাক,
প্ৰিয়ংকু প্রিয়লাল মহা কাব্যে
কলঙ্ক মাখাতে ক্ষান্ত হয়নি । 
আমায় একটি কলম দাও
সে কলমে শত কোটি হৃদয়ে
পাতায় পাপের বর্ণ দিতে চাই ,
দেবে আমায় একটি কলম ?
দেবে কি ?

লেখক: কোহিনুর আক্তার 

কোন মন্তব্য নেই