এস এস এল
এসএসএল (সিকিউরড সকেটস লেয়ার) সার্টিফিকেট হলো একটি ডিজিটাল সার্টিফিকেট যা আপনি কোন প্রতিষ্ঠান বা নিজের নামে কিনতে পারবেন। এটি আপনার ওয়েব ব্রাউজার এবং আপনার ওয়েব সার্ভারের মধ্যে একটি সিকিউর কানেকশন তৈরি করে। আপনার প্রতিষ্ঠানের বিবরণ একটি ক্রিপ্টোগ্রাফিক কী এর মধ্যে বেঁধে রাখে। এই সার্টিফিকেটটি সার্টিফিকেট ধারকের নাম, সিরিয়াল নাম্বার, মেয়াদ, সার্টিফিকেট ধারকের পাবলিক কী এবং একটি ডিজিটাল সিগনেচার ধারণ করে যা সার্টিফিকেটির প্রদানকারী কর্তৃপক্ষ সরবরাহ করে। কোন ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট থাকার মানে হলো, এই সাইটটিকে আপনি বিশ্বাস করতে পারবেন, এর তথ্যগুলোর উপর কোন হ্যাকার নজর দিতে পারবেনা।
SSL যেসব ধাপে কাজ করেঃ
১। যখন একটি ব্রাউজার SSL সার্টিফিকেট যুক্ত ওয়েব সার্ভারের সাথে কানেক্ট হতে চায়, তখন ব্রাউজার আগে নিজের পরিচয় ওযেব সার্ভারকে প্রদান করে
২। তারপর ওয়েব সার্ভার ব্রাউজারকে তার ওয়েব সার্টিফিকেট পাঠায়
৩। তখন ব্রাউজার ওয়েব সার্ভারটি ট্রাস্টেড কিনা চেক করে এবং ওয়েব সার্ভারকে একটি মেসেজ পাঠায়
৪। তখন ব্রাউজার এবং ওয়েব সার্ভার ডিজিটাল এনক্র্যাপটেড ডাটা দেখায়
৫। এই সমঝোতা শুধু মাত্র ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার নিজেদের মধ্যে ট্রাস্টেটভাবে ডাটা প্রদর্শন করে এবং ব্রাউজার ওয়েব সার্ভারের ডাটা সিকুইরড সেটা দেখায়।
১। যখন একটি ব্রাউজার SSL সার্টিফিকেট যুক্ত ওয়েব সার্ভারের সাথে কানেক্ট হতে চায়, তখন ব্রাউজার আগে নিজের পরিচয় ওযেব সার্ভারকে প্রদান করে
২। তারপর ওয়েব সার্ভার ব্রাউজারকে তার ওয়েব সার্টিফিকেট পাঠায়
৩। তখন ব্রাউজার ওয়েব সার্ভারটি ট্রাস্টেড কিনা চেক করে এবং ওয়েব সার্ভারকে একটি মেসেজ পাঠায়
৪। তখন ব্রাউজার এবং ওয়েব সার্ভার ডিজিটাল এনক্র্যাপটেড ডাটা দেখায়
৫। এই সমঝোতা শুধু মাত্র ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভার নিজেদের মধ্যে ট্রাস্টেটভাবে ডাটা প্রদর্শন করে এবং ব্রাউজার ওয়েব সার্ভারের ডাটা সিকুইরড সেটা দেখায়।
কোন মন্তব্য নেই