Tritiyo Limited

height="90"

Breaking News

হতাশা নয়, আশা হোক জীবনের মূলমন্ত্র..


অরণ্য ইমতিয়াজ: পৃথিবীতে প্রতিটি মানুষই স্বপ্ন দেখে, দেখতে ভালোবাসে।  প্রতিটি মানুষের জীবনেই একটি লক্ষ্য থাকে, প্রতিটি মানুষই চায় সেই লক্ষ্যে পৌছতে।  কিন্তু সবাই কি পারে তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে??? লক্ষ্যে পৌছতে??? এমন না যে কেউ চেষ্টা করে না, চেষ্টা সবাই করে, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যায় তার স্বপ্ন পূরণ করতে, লক্ষ্যে পৌছাতে কিন্তু দিন শেষে অধিকাংশ মানুষ সেখানেই দাড়িঁয়ে থাকে যেখানে দিনের শুরুতে ছিল তারা।  

পৃথিবীর প্রতিটি মানুষই ভিন্ন,তাদের জীবনযাত্রা ভিন্ন, চেহারা ভিন্ন, চাল-চলন পোশাক- পরিচ্ছদ, ব্যবহার ভিন্ন আর তাদের জীবন নিয়ে চিন্তাভাবনা একদমই ভিন্ন।  এখন বলতে পারেন, পৃথিবীর কত মানুষই তো নানা বিষয়ে একমত হয়, চিন্তাভাবনা এক না হলে তা কি করে সম্ভব? এখন কিছু বিষয়ে একমত হওয়া আর নিজস্ব জীবন আর তার গতিপথ নিয়ে ভাবনা এক না।  

একটি উদাহারণ দেই বুঝতে সুবিধে হবে, মনে করুন একজন রিক্সাচালক রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছে, রাস্তার পাশের কিছু মানুষকে সেই রিক্সাচালককে লক্ষ্য করতে বলুন এবং পরবর্তীতে তাদের কাছে জানতে চান, দেখবেন ভিন্ন ভিন্ন উত্তর পাবেন তাদের কাছ থেকে।  কেউ হয়তো ঘর্মাক্ত শরীর লক্ষ্য করছে, কেউ হয়তো শুধু মুখ দেখেছে, কেউ হয়তো তার পোশাক লক্ষ্য করেছে আবার কেউ হয়তো রিক্সাটিকে লক্ষ্য করেছে চালককে নয়।  এরমানে হলো প্রতিটি মানুষের দৃষ্টিভঙ্গী আলাদা, ঠিক তেমনি জীবন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গী আলাদা, আপনি যেভাবে জীবনকে দেখবেন আপনার ভাবনাটিও সেই পথে ধাবিত হবে।  তবে এখানে একটি বিষয় হলো অধিকাংশ মানুষ জীবনের একটা পর্যায় এসে একমত পোষণ করে থাকে, জীবন বড় কঠিন।  মজার বিষয় হলো জীবন আসলে কঠিন না, জীবন খুবই সহজ। এখন আপনি বলতে পারেন কি করে সহজ হলো? জীবন যদি সহজই হতো তাহলে আমি আমার স্বপ্ন কেন পূরণ করতে পারলাম না??? 

বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও কেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারলাম না? কেন পারেননি সেই তর্কে যাচ্ছি না আমি কারণ, মানবজীবনের বাঁকে বাঁকে বাঁধা আসে, কোনওএক বাঁকে আপনি থমকে দাঁড়িয়েছিলেন কিনা? কখনো বাঁধা পেয়ে লক্ষ্যচুত্য হয়েছিলেন কিনা তা আপনিই ভালো জানেন।  জীবনে একান্ত স্বপ্ন পূরণ করতে হলে লক্ষ্যে পৌঁছাতে হলে আগে আপনার নিশ্চিত হতে হবে আপনার স্বপ্ন বা লক্ষ্য কি? এরপর রাখতে হবে বিশ্বাস, (বিশ্বাসটা এমন হতে হবে যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি) আল্লাহ আমাদের কাছে দৃশ্যমান নয় তবুও আল্লাহ আছেন আমরা জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আপনার স্বপ্ন বা লক্ষ্য হয়তো এখন দৃশ্যমান নয় তবে ভবিষ্যতে দৃশ্যমান হবে আপনিই সেটা করবেন এবং করবেন এই আত্মবিশ্বাস বুকের ভেতরে লালন করতে হবে সবসময় প্রতিমূহূর্তে।  

আপনি এখন জানেন আপনার জীবনের স্বপ্ন বা লক্ষ্য কি, এবং আপনার বুকে আছে স্বপ্ন বা লক্ষ্য পূরণের গভীর আত্মবিশ্বাস তাহলে এখন আসুন আমরা যাই আমাদের কর্মপরিকল্পনায়, এখন আপনার জানতে হবে আপনার জীবনের বর্তমান অবস্থান কি? এই অবস্থান থেকে আপনার স্বপ্ন বা লক্ষ্য পূরণ করতে হলে কি কি করতে হবে কি কি সমস্যার সমাধান করতে হবে আপনাকে? এখানে সব সমাধান একসাথে করতে যাওয়া বোকামী, যার ফলে সমাধান না হয়ে উল্টো সমস্যার জট পাকিয়ে যায়।  

এখানে হতে হবে আপনাকে কম্পিউটারের মতো, কম্পিউটারকে আপনি যতো কঠিন বড় অংক দিননা কেন সে প্রায় সাথে সাথে তার সমাধান হাজির করে আপনার সামনে।  কম্পিউটার কিন্তু একবারে করে না, প্রথমে সে অংকটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেয়, ওই অংশগুলির সমাধান করে এবং সর্বশেষ পুরো অংকের সমাধান দেয় আপনাকে।  আপনাকেও এখানে ঠিক তাই করতে হবে, স্বপ্ন বা লক্ষ্য পূরণে যা যা করতে হবে অগ্রাধিকার ভিত্তিতে একটি একটি করে সমাধান করুন, কখন যে আপনার স্বপ্ন হাতের মুঠোয় চলে এসেছে, সুবাসিত বাগানে কখন পৌঁছে গেছেন বুঝতেই পারবেন না।  

জীবনের ভাবনার গতিপথ পাল্টে দিন।  মানুষের জীবনে বাঁধা আসবেই, থমকে যাবেন, হোচট খেয়ে পড়ে যাবেন তবুও আশা হারাবেন না।  হতাশাকে গ্রাস করতে দিবেননা আপনার জীবনকে।  

মনে রাখবেন পড়ে যাওয়াটা ব্যার্থতা নয়, পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ানোর চেষ্টা না করাটাই ব্যার্থতা।



৪টি মন্তব্য: