Tritiyo Limited

height="90"

Breaking News

প্রিয়াঙ্কার এক মিনিটের পারিশ্রমিক ৪০ লাখ টাকা!


৩০ মিনিটের পারিশ্রমিক ১২ কোটি। ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য এবার এমনই পারিশ্রমিক দাবি করলেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া।

খবর অনুযায়ী, স্পেনে একটি অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিট পারফর্ম করার জন্য এমন বিশাল অঙ্কের পরিশ্রমিক দাবি করেছেন পিগি। সেই অনুষ্ঠানে পর পর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। আর তার জন্যই তিনি এই পারিশ্রমিক দাবি করেছেন।
 
২০০৩ সালে বলিউডে ডেবিউ হয় প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে ইতিমধ্যেই কমপক্ষে ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে শুধু বলিউড নয়, হলিউডেও এবার পসার জমাতে শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। 

চলতি বছরেই মুক্তি পায় তার হলিউড ছবি ‘বে ওয়াচ’। তার আগে মার্কিন টেলিভিশনে ‘কোয়ানটিকো’ দিয়ে বিদেশি টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন বলিউডের এই অভিনেত্রী।  

কোন মন্তব্য নেই