Tritiyo Limited

height="90"

Breaking News

ডেঙ্গিকে ডেঙ্গি বলা যাবে না, বলতে হবে 'ও কিছু না'


পশ্চিমবঙ্গের হাল দেখে দুঃখ হয় খুব। ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে কিন্তু বলা যাবে না ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছে।

ডাক্তারদের কী যে করুণ অবস্থা! আমি তো ওখানকার ডাক্তার হলে চিৎকার করে প্রতিবাদ করতাম-- যা হয় হোক। ডেঙ্গিকে ডেঙ্গি বলা যাবে না, বলতে হবে 'ও কিছু না, একটুখানি জ্বর- মতো'। মরেছে কেন?
ভেতরে আগে থেকে বড় কোনও অসুখ ছিল, কিডনি নষ্ট ছিল, লাংগস পচা ছিল, হার্টের বারোটা বেজে গিয়েছিল, সে কারণে মরেছে। এগুলো বলছে কে? সত্য এমন বেশরমের মতো লুকোচ্ছে কে? মানুষের এত বড় শত্রু কে? কে আর? যিনি মানুষের সেবা করার দায়িত্ব নিয়েছেন, তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী।

যখন ডেঙ্গি যেন কারো না হয়, সেই ব্যবস্থা করবেন, তখন, কী আশ্চর্য, ডেঙ্গিকে দিব্যি এপিডেমিক হতে দিচ্ছেন, আর চারদিকে দৌড়াচ্ছেন আর থ্রেট করছেন, ডেঙ্গিকে ডেঙ্গি না বলে যেন 'ডালভাত' বা 'মিষ্টি কুমড়ো' বলা হয়। তা না হলে তিনি জেলে পুরবেন, চাকরি খাবেন, বেজায়গায় বদলি করবেন।

একশ দুশ বছর পর মানুষ জানবে, পশ্চিমবঙ্গের একবার 'ঘোড়ার ডিম' নামের এক রোগ ধরেছিল অনেককে, ওই রোগে মারা গিয়েছিল অসংখ্য মানুষ।

(লেখিকার ফেসবুক থেকে সংগৃহীত)

কোন মন্তব্য নেই