নিজের দেশের প্রতি তার অগাধ প্রেম।
অনেকদিন ধরেই আমি একটা আমেরিকান ক্লায়ান্টের সাথে কাজ করি, লোকটা মাঝে মাঝে রাগ করলেও লোক ভাল।।। নিজের দেশের প্রতি তার অগাধ প্রেম। সেটাই স্বাভাবিক।।। তবে সে অন্য দেশকেও সম্মান করে কথা বলে।।।
আমাদের টিমে একটা নতুন কর্মী নেবার প্রস্তুতি নিচ্ছি। যথারীতি ইন্টারভিউ নেয়া হচ্ছে, আমি ব্যাক্তিগতভাবে বাংলাদেশি খুজছিলাম। নিজের সুবিধার জন্য। মানে তাকে যেন খুব সহজে কাজ বুঝায় দিতে পারি। অনেক কস্টে আমার ক্লায়ান্টকে আমি রাজি করিয়ে ছিলাম।।। তা আমার এক দেশি মিঃ চিকনগুনিয়া ভাই বাংলাদেশ তথা আমার বারোটা বাজায় দিলেন।
আমার ক্লায়ান্ট তাকে কিছু অফার সম্পর্কে বললেন। আমাদের সাথে কাজ করলে সে কি কি সুবিধা পাবে এইগুলা। ওই অফারে ছিল বিদেশ যাবার সুযোগ পাবার কথা।
যথারীতি আমার ক্লায়ান্ট তাকে কিছু প্রশ্ন করলেন। তার মধ্যে একটা ছিল " একজন বাংলাদেশি আর আমার মাঝে কোন পার্থক্য আপনাকে আমার সাথে কাজ করতে আকর্ষিত করছে "।
আমার দেশি মিঃ চিকনগুনিয়া ভাই উহাকে ব্যক্তি পর্যায় থেকে রাজনীতি, বিদ্যুৎ, গ্যাস, সন্ত্রাসসহ নানা পর্যায় নিয়া গেলেন। বিশেষ করে সব সমস্যার ফিরিস্তি দিলেন। যে কারণে সে ওনার সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে বক্তব্য প্রতিস্থাপন করলেন। উহা শুনিয়া আমার ক্লায়ান্ট তাকে জানালেন। ঠিক আছে আপনার ইন্টারভিউ শেষ। আপনাকে জানানো হবে।
উনার কথা শুনিয়া আমার ক্লায়ান্ট আমাকে জানালেন দয়া করে আর কোন বাংলাদেশী না। তোমরাতো শুধু সমস্যা নিয়া আছো, আমি এইসব সমাধানের দায়িত্ব নিতে চাইনা বলিয়া অট্ট হাসি দিলেন। আর আমাকে বললেন "তুমিকি কোন সমস্যা বলতে চাও?" বলিয়া আবার অট্টহাসি দিলেন।
যাইহোক, এই লেখাটা লিখবার একটাই কারণ। নিজে নিজের সমস্যা সমাধান করতে পারলে করেন। আরেকজনের কাছে বলে নিজেকে তার কাছে ছোট করার মানে হয়না। তাও আবার নিজের দেশের কথা আর একজন অপরিচিত মানুষের কাছে।
কোন মন্তব্য নেই