Tritiyo Limited

height="90"

Breaking News

মেয়ের শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে



এক মহিলা তার মেয়েকে নিয়ে আমার চেম্বারে আসলেন। মেয়ে ১মাসের গর্ভবতী।
মেয়ের শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে।
সবকিছু দেখে বললাম ...... আপনার মেয়ে ভালো আছে। চিন্তার কিছু নাই  গর্ভবতী হলে এমন হয়। ভালো খাওয়া-দাওয়া করান সেবা-যত্ন করেন  ঠিক হয়ে যাবে।
মহিলা তখন বলে  এই জন্যইতো মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছি। শ্বশুরবাড়িতে সেবা-যত্ন তো আর ঠিক মতো হয় না।


এই মহিলাই তার পুত্র বধূকে কিছুদিন পর আমার কাছে নিয়ে আসলেন। পুত্রবধূ ২ মাসের গর্ভবতী। গর্ভবতী হওয়ার পর থেকেই বমি হচ্ছে..... শেষ রাত থেকে আবার ব্লিডিং শুরু হয়েছে।
রুগী দেখে বুঝলাম ..... এ্যাবরশন হয়ে গেছে
প্লাস রুগী সিভিয়ারলি #এ্যানিমিক
আমি মহিলাকে জিজ্ঞেস করলাম .....
গত দুই মাস ধরে বমি হচ্ছে ...... এতোদিন ডাক্তার দেখাননি কেনো?? আর রুগিকে তো ঠিকমতো খাওয়া-দাওয়াও করাননি।
- আসলে আমার মেয়েও গর্ভবতী। মেয়ের খেয়াল রাখতে যেয়ে ..... ছেলের বউ এর খেয়াল রাখতে পারিনি।
- আপনার মেয়েকেতো নিজের কাছে নিয়ে এসেছেন ঠিকমতো সেবা করার জন্য।
আপনার ছেলের বউকেও তার মায়ের কাছে পাঠিয়ে দিতেন।
তাহলেতো সমস্যা হতো না।
- কি বলেন ডাক্তার সাহেব!!! তাহলে বাড়ির এতো কাজ কর্ম কে করবে??

অধিকাংশ মেয়েরা শ্বাশুড়িকে মা ভাবতে পারে না ...... এটা সত্যি কথা।
এরচেয়েও বড় সত্যি কথা হলো ......
অধিকাংশ শ্বাশুড়িরা ছেলের বউকে মেয়ে ভাবতে পারে না।

শ্বাশুড়িরা ..... একবার শুধু ছেলের বউকে নিজের মেয়ে ভেবেই দেখুক ...... কথা দিচ্ছি...... ছেলের বউ শ্বাশুড়িকে কখনোই শ্বাশুড়ি ভাববে না ...... ভাববে নিজের মা।।

কোন মন্তব্য নেই