Tritiyo Limited

height="90"

Breaking News

নিজের মাতৃভাষা বাংলাতেও একটু সাবলীল হওয়া জরুরি নয় কি?

অরণ্য ইমতিয়াজ: English জানা অত্যাবশ্যক। এই আন্তর্জাতিক ভাষা না জানলে বাংলাদেশে চাকরী পাওয়া যায় না। এখন একটি ভাষা না জানলে যদি চাকরী না পাওয়া যায় তাহলে তো শিখতেই হবে। সেই সাথে নিজের মাতৃভাষা বাংলাতেও একটু সাবলীল হওয়া জরুরি নয় কি? এমন অনেক মানুষ আছে আমার ধারণা যাদের জন্ম ভুল করে বাংলাদেশে হয়েছে।তারা English এ লেখে English বলেন, তাদের দেখলে মনে হয় বাংলা ভাষা নামে কোনও ভাষা আছে কি না তারা জানে না। যেখানে English বলা লেখা প্রয়োজন সেখানে অবশ্যই ব্যবহার করুন কিন্তু যেখানে প্রয়োজন নেই সেখানে গর্বের সাথে বাংলায় বলুন, লিখুন।বর্তমানে এফএম রেডিও একটি জনপ্রিয় মাধ্যম। আমি জীবনে একবারই শুনেছিলাম, খুব বেশী হলে পাঁচ মিনিট। তাদের মাতৃভাষার এতো সুন্দর ব্যাবহার দেখে আমি আর কখনো সাহস করিনি শোনার। আমি নিশ্চিত এভাবে চললে একটি সময় বাংলা বলে আর কোনো ভাষা থাকবে না। এই কাজটি তারা খুব ভালোভাবে করছে এবং আমাদের তরুণ প্রজন্ম সাদরে গ্রহণ করে নিয়েছে, এটা খুব ভয়ংকর একটি ব্যাপার। তার চেয়েও ভয়ংকর হলো, বাংলা ভাষা যে ক্রমাগত বিকৃত হচ্ছে, এবং সেটার চর্চা হচ্ছে আধুনিকতার নামে এর জন্য কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমন তো না যে, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে অবগত না!!!

আমি বাংলাভাষা বিশারদ নই। আমার লেখাতেও বানান ভুল হয়, আমার উচ্চারণেও ভুল হয় অবশ্যই। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন ভুল না হয়। সহজ কিছু বানান মানুষ ভুল করে দেখলে প্রচন্ড রাগ হয় কারণ ভুল করা মানুষগুলো অতি উচ্চ শিক্ষিত। আমার খুব জানতে ইচ্ছে করে আপনাদের English লিখতে একটা বানান ভুল হয় না, তাহলে বাংলা লিখতে কেন সহজ ভুল হবে? আমি সাধারণত English এ কখনও কথা বলি না, লিখিও না যদিও yes. No. Good এর মতো দাঁত ভাঙ্গা English জানি আমি।সারা পৃথিবী সম্মানের সহিত বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে আর আমরা আমাদের মাতৃভাষার অবমাননা করে চলেছি ক্রমাগত। যখন একজন ভিনদেশি বাংলায় কথা বলে গর্বে বুকটা ফুলে উঠে দশহাত। আর যখন একজন বাংলাদেশী অপ্রয়োজনে ক্রমাগত English এ কথা বলে, লেখে তখন লজ্জা লাগে, তার প্রতি ঘৃণায় শরীর রী রী করে উঠে।
শুধুমাত্র একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আর মিনারের সামনে দাড়িয়ে সেলফি তুললেই বাংলা আমার প্রাণের ভাষা, আমার মাতৃভাষা এটা প্রমাণ হয় না। স্মার্ট আনস্মার্ট English বলতে পারা না পারার উপর নির্ভর করে না। যদিও মনেপ্রাণে আমরা তাই বিশ্বাস করি এখন। অপ্রয়োজনে English বলা, লেখা থেকে বিরত থাকুন।
মনেপ্রাণে বাংলাকে সম্মান দিন। গর্ব নিয়ে মাতৃভাষায় কথা বলুন লিখুন সবসময়।

কোন মন্তব্য নেই