Tritiyo Limited

height="90"

Breaking News

ভদ্র সুশ্রী মুখোশের আড়ালে



Oronno Imtiaz: আমরা সাধারণত প্রতারিত হয়ে একটা কথা বলি, ভদ্র সুশ্রী মুখোশের আড়ালে যে একটা শয়তান লুকিয়ে ছিল বুঝতে পারিনি। এই চিনতে না পারার কারণটা হলো তুমি তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছিলে। যখন কাউকে তোমার ভালো লাগে তখন তার সবকিছুই তোমার ভালো লাগবে। সে যে কথাই বলবে, যেমন ব্যবহার করবে তাই তোমার ভালো লাগবে। সে হয়তো তার নিজের ভুলে রিক্সাচালকের সাথে তর্ক করছে কিন্তু তোমার রাগ হবে রিক্সাচালকের উপর। ভালো লাগার মানুষটির ভুল তোমার চোখে পরবে না। হয়তো দুজন বসে গল্প করছো ছোট্ট এক শিশু এসে সাহায্য চাইলে এই যা ভাগ বলে বিদায় করে দেয়ার পরে আলোচনা করে একমত হবে, এদের জন্য শান্তিতে বসে কথা বলার উপায় নেই। এইসব ছোট ছোট ঘটনায় ভালো লাগার মানুষটির ব্যবহার দেখে তার সম্পর্কে ধারণা নেয়া যায় সে আসলে কেমন মানুষ। কিন্তু ওই যে বললাম যাকে ভালো লাগে তার সবকিছুই ভালো লাগে।
আমরা একজন মানুষকে বিচার করি তার সৌন্দর্য দিয়ে, তার সামাজিক অবস্থান দিয়ে, তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে। মানুষের চোখে তার মনের ভাষা লেখা থাকে আমরা চেষ্টা করি না তা পড়তে। একজন মানুষ ভালো না খারাপ তা বিচার করতে হয় অন্য মানুষের সাথে তার আচার-আচরণ দেখে, তার চাল-চলন দেখে, কোনও মানুষের সাথে সে কেমন ব্যবহার করছে লক্ষ্য করলেই বুঝতে পারবে সে মানুষ হিসেবে কেমন।
ভুল সূত্রে অংক করলে সে অংক কি আর মিলবে জীবনে।

কোন মন্তব্য নেই