Tritiyo Limited

height="90"

Breaking News

মেয়ে তোমার স্বপ্ন দেখা ভুল না



Oronno Imtiaz: মেয়ে তোমার স্বপ্ন দেখা ভুল না। স্বপ্ন দেখো, সুন্দর সুখী একটি সংসারের স্বপ্ন তুমি দেখতেই পার, যে সংসারে তোমার পাশে থাকবে দায়িত্ববান একজন পুরুষ, যে এই কঠিন পৃথিবী সহজ করে দেবে তোমার জন্য, যে তোমার ভোগ বিলাসের সকল চাহিদা পূরণ করতে পারবে সবসময়।
ছেলে তুমি স্বপ্ন দেখতেই পার সুশ্রী, সুন্দরী একটি মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার। যে মেয়েটি তোমার সুখে দুঃখে অনুপ্রেরণা হয়ে পাশে থাকবে সবসময়, এমন একটি মেয়েকে তুমি চাইতেই পার যার বাবার থাকবে অঢেল সম্পত্তি।
তোমাদের এই স্বপ্ন দেখাতে কোনো ভুল নেই , কোনো অন্যায় নেই, নেই কোনো পাপ বরং পূরণ করা তোমাদের অধিকারের মধ্যে পরে।
তবে তোমাদের এই স্বপ্ন পূরণ করতে যদি কারোর মনে কষ্ট দিতে হয়, করতে হয় কারোর সাথে প্রতারণা তাহলে সেটা শুধু ভুল না, শুধু অন্যায় না তা হবে মহা পাপ। তুমি তোমরা হয়তো অনেক যুক্তি দেখাতে পারবে, নিজের অসহায়ত্বের কথা বলে, বাস্তবতার অজুহাত দিতে পারবে কিন্তু এখানে আসলে কোনো যুক্তি থাকে না, থাকে না অসহায়ত্ব বা বাস্তবতা। এখানে থাকে শুধু তোমাদের স্বার্থপরতা আর প্রতারণার মানষিকতা।
একটি কথা মনে রাখবে কাউকে কষ্ট দিয়ে কেউই সুখী হতে পারেনি এ পৃথিবীতে, একদিন না একদিন অনুশোচনার আগুনে দগ্ধ হতে হয়েছে সবাইকে।

কোন মন্তব্য নেই