Tritiyo Limited

height="90"

Breaking News

খোলামেলা পোশাক পরে ফের সমালোচনার মুখে দীপিকা


বিতর্ক নিত্যসঙ্গী হয়ে উঠেছে দীপিকা পাড়ুকোনের। তবে নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী নায়িকা।

এই কারণেই তিনি জোর গলায় বলতে পেরেছেন নির্দিষ্ট সময়ই তা মুক্তি পাবে ‘পদ্মাবতী’। আর সিনেপ্রেমী দর্শকদের মন জয় করবে। তবে সম্প্রতি নিজের পোশাকের জন্য নেটদুনিয়ায় নিন্দার পাত্রী হতে হল তাকে।
সম্প্রতি GQ ম্যাগাজিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন নায়িকা। তাতে অবশ্য আপত্তি নেই নেটিজেনদের। আপত্তি তারা তুলেছেন দীপিকার ব্লাউজ নিয়ে।


কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট রয়েছে। এর ফলে নায়িকার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট হয়ে উঠেছে।
এর জন্যই নায়িকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কেউ কেউ একে ফ্যাশন ডিজাস্টার আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। অবশ্য অনেকে নায়িকার প্রশংসাও করেছেন। নিন্দুকদেরও একহাত নিয়েছেন তারা। 

কোন মন্তব্য নেই