স্ববিরোধী সান্ত্বনা
স্বপ্ন ডুবে দেখি বিশ্বকে
বাস্তবে লাগে ভয়!
জগতের সত্য করে অবহেলা
মন মানে না পরাজয়।
শীতের বিকেলের তাপহীন রোদ্দুর
তবুও যে এই বুকে চৈত্রের খরা,
আশঙ্কা ভর করে সব হারাবার
তা্ই হয়না স্বপ্নের চিত্রটা গড়া!
বিনোদী নন্দিনী উদাসী বন্দিনী
ভেবে ভেবে সারা!
পলাতক প্রেম খুঁজে নিশীথে নির্জনে
শুরু হয় অক্লান্ত অশ্রু ঝরা।
বিমোহিত প্রেমের আবেশ আল্পনা
ছড়িয়ে দেয় যন্ত্রনা,
শান্তিহীন হ্রদয় জ্বলে প্রেমানলে
অগোচরে খোঁজে সান্ত্বনা।
সূত্র: সম্রাট খান
কোন মন্তব্য নেই