Tritiyo Limited

height="90"

Breaking News

পাকিস্তানের সাথে যুদ্ধ করতে দু'টি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছে ভারত!


যেকোন মুহূর্তে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যেতে যুদ্ধক্ষেত্র প্রস্তুত করেছে ভারত। একটা নয়, দু'টি যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা হয়েছে।

এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানুজা। তাঁর মতে, এই নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতাবস্থার পক্ষে ক্ষতিকর।  
সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের জন্য প্রেরিত জার্মান কূটনীতিকদের একটি দলের সঙ্গে কথা বলতে যান জানুজা। তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই মন্তব্য করেন পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসের খান জানুজা। তাঁর দাবি, পাকিস্তান নাকি আফগানিস্তানে শান্তি চায়। কিন্তু ভারতই নাকি এই বিষয়টির মধ্যে ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ। সেই সময়ে তিনি দাবি করেন, পাকিস্তানের সঙ্গে দুটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে চায়। জানুজার দাবি, ভারতের তৈরি করা এই পরিস্থিতি আঞ্চলিক শান্তির পক্ষে অনুকূল নয়। বিশ্বের সব বড় শক্তিরই উচিত, এই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা রক্ষার চেষ্টা করা।

কোন মন্তব্য নেই