Tritiyo Limited

height="90"

Breaking News

হাতিয়ায় আ.লীগ নেতাসহ ১৮৯ জনের বিরুদ্ধে মামলা


নোয়াখালীর হাতিয়ায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং ছয় পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় হাতিয়া পৌর আওয়ামী লীগ (একাংশের) সভাপতি অ্যাডভোকেট ছাইফ উদ্দিন আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। এতে আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতাসহ ১৮৯ জনকে। এর মধ্যে ৩৯ নাম উল্লেখ করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, একাধিক মামলার আসামি রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী বৃহস্পতিবার বিকেলে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে চিকিৎসাধীন আওয়ামী লীগ কর্মী আলতাফ হোসেনকে মারধর করেন এবং তার জিনিসপত্র ছিনিয়ে নেন । ওসি আরো জানান, মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই