Tritiyo Limited

height="90"

Breaking News

লঙ্কান বোলাদের সামনে অসহায় ভারত গুটিয়ে গেল ১৭২ রানে


শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ঘরের মাটিতে ১৭২ রানে গুটিয়ে গেছে টিম ইন্ডিয়া। কলকাতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চেতেশ্বর পূজারা ছাড়া ভারতের প্রথম সারির কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করেছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে চেন্নাইয়ে ১৬৭ রানে অলআউট হয়েছিলো স্বাগতিক দেশটি।

যদিও ভারতের প্রথম ইনিংস শেষ হতে অবশ্য তৃতীয় দিন লেগে যায়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দু’দিন মাত্র ৩২ ওভারের মতো খেলা হয়েছিলো। তাতেও বর্তমান আইসিসির টেস্টর তালিকায় শীর্ষ দেশ ভারত হার এড়াতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। লঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পেয়েছে সুরাঙ্গা লাকমাল। এছাড়া লাহিরু গামাগে ও দাসুন সানাকা দুটি করে উইকেট পান। তবে দুই ওভার বল করে কোনো উইকেটের দেখা পাননি লঙ্কানদের সেরা বোলার রঙ্গনা হেরাথ।

কোন মন্তব্য নেই